gp pay as go service stop

Ticker

Ad Code

gp pay as go service stop

Pay As You Go সার্ভিসটি বন্ধ করার কোন অপশন নেই। আপনার ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে Pay As You Go সার্ভিস চালু হবে এবং আপনি যতটুকু ইন্টারনেট ব্যবহার করবেন ততটুকু টাকা আপনার একাউন্ট থেকে চার্জ করা হবে। এই অবস্থায় আপনি ৫ এমবি পর্যন্ত ডাটা ব্যবহার করতে পারবেন যেখানে ১.১২টাকা/এমবি চার্জ হবে। এরপর আপনার ইন্টারনেট কানেকশন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন সচল করতে চাইলে নতুন করে ডাটা প্যাক ক্রয় করতে পারেন অথবা ২০০ এমবি পর্যন্ত Pay As You Go মোড-এ ইন্টারনেট ব্যবহার করতে *১২১*৩৩৫২# ডায়াল করুন। Pay As You Go সার্ভিসটি এভয়েড করতে চাইলে আপনার ডাটা প্যাক শেষ হওয়ার সাথে সাথে যেকোন একটি রেগুলার ডাটা প্যাকেজ কিনে নিতে পারেন, সেক্ষেত্রে ডাটা শেষ হয়ে গেলেও আপনার একাউন্ট থেকে আর টাকা কেটে নেয়া হবে না। আরো বিস্তারিত জানতে গ্রামীণফোন ওয়েবসাইট টি ভিজিট করার জন্য অনুরোধ করছি। MyGP App ইন্সটল করলেই পেয়ে যাবেন ২০০ এমবি মাত্র ৩ টাকায়। হবে এবার সবকিছু খুব সহজে MyGP App এ। ইন্সটল করে এনজয় করুন।